শিরোনাম
মৌলভীবাজার জেলার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট কর্তৃক নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ
বিস্তারিত
মৌলভীবাজার জেলার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট কর্তৃক নিরাপদ খাদ্য বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মুহাম্মদ শামসুল আরেফিন।তিনি খাদ্য নিরাপদ রাখার পাঁচটি চাবিকাঠি, নিরাপদ খাদ্য উৎপাদনে গৃহিণীদের ভূমিকা, নিরাপদ খাদ্যের গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।
নিরাপদ খাদ্য অফিসার তাঁর পিপিটির মাধ্যমে নিরাপদ খাদ্যের মৌলিক ধারণা উপস্থাপন করেন। অনেকেই নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করে যা সেশনটিকে প্রাণবন্ত
করে তোলে। নিরাপদ খাদ্য বিষয়ে মিডিয়ায় প্রচারিত বিভিন্ন নাটিকা, গান ও এড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হলে প্রশিক্ষণার্থীদের পূর্বের বদ্ধমূল ধারণা নতুনভাবে অভিযোজিত পরিবর্তিত হয়েছে বলে মতামত প্রদান করে।