শিরোনাম
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত
বিস্তারিত
গতকাল ২৯/১০/২০২২ খ্রি. তারিখ শনিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ,জেলা কার্যালয়, মৌলভীবাজার কর্তৃক সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব আব্দুন নাসের খান,সচিব,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় তিনি খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যের পার্থক্য,৪র্থ শিল্প বিপ্লবে নিরাপদ খাদ্যের ভূমিকা,নিরাপদ খাদ্যে নিশ্চিতে শিক্ষার্থীদের কার্যকরী ভূমিকা
আলোকপাত করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার ।
উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মোঃ আমির হোসেন, প্রধান শিক্ষক, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে । একটা দেশের মেরুদন্ড হিসেবে শিক্ষার্থীদের ভূমিকা কেমন হওয়া উচিত তা তিনি ব্যক্ত করেন।উক্ত বিদ্যলয়ের সকল শিক্ষকমন্ডলীর অংশগ্রহণ কর্মসূচি আরও প্রাণবন্ত করে তোলে।
কর্মসূচিটি সঞ্চালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় মৌলভীবাজার এর নিরাপদ খাদ্য অফিসার জনাব মুহাম্মদ শামসুল আরেফিন।উক্ত কর্মসূচিতে আরও উপস্হিত ছিলেন জনাব সৈয়দ সারফরাজ হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার, সিলেট ও জনাব আবে হায়াত হাসান,সহকারি পরিচালক, জেলা স্কাউট,মৌলভীবাজার।